রাজারহাট উপজেলার ঐতিহ্য

রাজারহাট উপজেলার ঐতিহ্য

চান্দামারী জামে মসজিদ ও মেকুরটারী শাহী পাড়া জামে মসজিদ

মোগল আমলের স্থাপত্য কৌশল অনুযায়ী চান্দামারী জামে মসজিমদ ও মেকুরটারী শাহী পাড়া জামে মসজিদ আজও কালের স্বাক্ষী বহন করে দাড়িয়ে আছে। মধ্যযুগোয় গঠন শৈলী ও স্থাপত্য নির্মাণ নি:সন্দেহে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এদুইটির নান্দনিকতা আকর্ষনীয়। বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী,অধ্যাত্মবাদীরা এর টানে ছুটে আসেন এখানে।

চতুর্ভূজ শিব মন্দির

রাজারহাট উপজেলা ছিনাই ইউনিয়নের চতুর্ভূজ গ্রামে অবস্থিত। গঠণ ও স্থাপত্য মোগল আমলের শেষের দিকে বলে আনেকেই অনুমান করেন। পাঙ্গা রাজারইচ্ছায় এই মন্দির টি নির্মিত হয় বলে বষ্কয়ক ব্যক্তিরা জানান।

ফূলখার চাকলা চরকের মেলা

রাজারহাটউপজেলার চাকিরপশার ইউনিয়নের ঐতিহ্যবাহী এই মেলাটি সেই সময়কার জোতদার গোলক চন্দ্র কার্জ্জীর বাবা ১৭৫৮ সালে শুরু করেন। সেই সময় থেকে ধারাবাহীক ভাবে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার বষ্কয়ক ব্যক্তি শচীন্দ্র নাথ কার্জ্জী জানান,এ মেলার আকর্ষণে বাংলাদেশ ছাড়াও ভারত,নেপাল,ভূটান থেকে আনেক পর্যটকের সমাগম ঘটত। বর্তমানে এটি ধুকে ধুকে কোন রকমে টিকে আছে। ঐতিহাসিক তথ্য,জন শ্রুতি ও গবেষকদের কাছ থেকে পাওয়া তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *