রাজারহাট হানাদার মুক্ত দিবস

রাজারহাট হানাদার মুক্ত  দিবস

প্রতিবছর ৬ ডিসেম্বর রাজারহাট উপজেলা হানাদার মুক্ত দিবস সরকারীভাবে পালিত হয় । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের এই দিনে বাংলার দামাল ছেলেদের প্রতিরোধের মুখে পাকিস্তানী পাক হানাদার বাহিনী রাজারহাট ছেড়ে পালিয়ে যায়।

হানাদার মুক্ত হয় এই অঞ্চল। পাকিস্তানী পাক বাহিনীর গণহত্যা চালিয়ে শত শত বাঙালীকে হত্যা করে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের ঠাঁটমারী বধ্যভূমিতে বর্তমানে স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য,প্রতি বছর রাজারহাট উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব রাজারহাট, সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এই দিবসটিতে বিশেষ কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে বধ্যভূমিতে পূষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজারহাটবাসী এই দিনে মুক্তির আনন্দে আত্মহারা হয়ে উঠে। সর্বত্রে ঘটে নতুন জীবনের স্পন্দন।
সংগৃহিতঃ মোঃ রফিকুল ইসলাম, সাঃ সম্পাদক, প্রেসক্লাব, রাজারহাট।

One thought on “রাজারহাট হানাদার মুক্ত দিবস

  1. this is the history of liberation war on Rajarhat without Abdullah Sohrawardi ?
    is it possible? Really………………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *