একজন মানুষের স্বপ্ন এখন দুই লক্ষাধিকের!

একজন মানুষের স্বপ্ন এখন দুই লক্ষাধিকের!

চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জলঢাকা, নীলফামারী।
কুড়িগ্রাম জেলার একটা ছোট উপজেলা রাজারহাট। মানুষের আর্থিক অবস্থা কিছুটা খারাপ হলেও হৃদয়বান মানুষের হাট এটি। এই উপজেলার প্রশাসনের সর্বোচ্চ কর্তা উপজেলা নির্বাহী অফিসার হলেন মোঃ রফিকুল ইসলাম। বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তিনি একজন ভালো আথলেট। অনন্যসাধারণ মেধার অধিকারী এই মানুষটির সাথে কিছুদিন কাজ করার সৌভাগ্য হয়েছিলো আমার। অসম্ভব পরিশ্রমী এই মানুষটি সকালে বের হন, সন্ধ্যা পর্যন্ত উপজেলার শিক্ষা থেকে শুরু করে সব উন্নয়ন কর্মকান্ড দেখেন। উপজেলার ভেতরে শত সহস্র ফুলের টব আর গাছে এখন লাল সবুজের মেলা। তিনি শুধু সৎই নন একজন দেশপ্রেমিকও বটেন। তিনি আমার সাথে প্রায়ই আলোচনা করতেন যে তার একটা স্বপ্ন আছে এই এলাকাকে পশ্চাৎপদতা থেকে সামনে এগিয়ে নেওয়ার। তার ক্যাম্পাসের মতো তিনি চাইলেন সমগ্র উপজেলা সবুজ আর পরিছন্ন করতে। হাতে নিলেন প্রকল্প “সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট ” নামে। প্রথমে কিছু প্রতিবন্ধকতা থাকলেও এখন রাজারহাটের দুই লক্ষাধিক মানুষের স্বপ্ন সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট। আগামী ২৩ আগস্ট এক ঘন্টায় ছয় লক্ষাধিক বিভিন্ন গাছের চারা (ফলজ, বনজ, ঔষধী) রোপণ করা হবে। সেই লক্ষে এখন সাজসাজ রব রাজারহাট উপজেলায়। সব শ্রেণী পেশার মানুষ এখন ঝাঁপিয়ে পড়েছে এই কাজে, চলছে রাস্তা পরিস্কার, খুঁটি তৈরি, গাছ সংগ্রহের কাজ। চিন্তা করেন এই ছয় লক্ষ গাছ একসাথে বড় হলে ১০ বছর পর ঐ এলাকা কি অভাবনীয় উন্নত হবে, সব দিক দিয়ে। কামনা করি এই কার্যক্রম ১০০ ভাগ সফল হোক। এই মহানুভব উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম অনেক দূর যাবেন তার কর্মক্ষেত্রে, তিনি আরও বড় কোনো স্বপ্ন দেখবেন যে স্বপ্ন আজ দুই লাখ মানুষ একসাথে দেখে তখন যেনো ১৬ কোটি মানুষ একসাথে দেখতে পারে, সেই সোনালী দিনের অপেক্ষায় থাকলাম।

One thought on “একজন মানুষের স্বপ্ন এখন দুই লক্ষাধিকের!

  1. ২৩শে আগস্ট সফল হোক এবং রাজারহাট উপজেলা সবুজে ভরে যাক, সেই সাথে চির সবুজ হয়ে থাক উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম। তিনি আসলেই একজন স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন ফেরি করেন, তবে বিনা পয়সায়। আমি চাইবো, তিনি দীর্ঘদিন রাজারহাটে স্বপ্ন ফেরি করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *