রাজারহাটে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

রাজারহাটে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ আগষ্ট ১৮,০২.৫৭।
কুড়িগ্রামের রাজারহাটে বানভাসিদের মাঝে গতকাল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত দু’দিন ধরে টানা ছিনাই ইউনিয়নে কালুয়ারচরসহ বিভিন্ন এলাকায় বানভাসিদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, ছিনাই ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকুল হক নুরুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এদিকে ছিনাই ইউপির বানভাসিদের মাঝে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে ২০০০ বানভাসি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউপি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ছিনাই ইউনিয়নের কালুয়ার চর, মহিধর ও মেখলি এলাকায় উপজেলা জাপার উদ্যোগে ২১০০ বানভাসি মানুষের মাঝে খিচুরি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মো. ওয়াহেদ আলী সরকার, জাপা নেতা সাইদুজ্জামান আঙ্গুর, মোহাম্মদ আলী রঞ্জু, ছাত্র সমাজের সভাপতি লিটন আহমেদ প্রমুখ। রাজারহাট উপজেলা সদর বাজারের চাউল ব্যবসায়ীদের আয়োজনে বুধবার বিকেলে ছিনাই ইউপির এলজিইডির খামারবাড়ী ও মহিধর এলাকায় ১৫০০ বানভাসি মানুষের মাঝে খিচুরি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-ছিনাই ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকুল হক নুরু, চাউল ব্যবসায়ী মো. ছহির উদ্দিন, নুর ইসলাম, মো. মিলন ইসলাম, শ্রীবাস রায় প্রমূখ। অপরদিকে বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে বৃহস্পতিবার ফিউচার অব রাজারহাট, তরুণ প্রজন্ম রাজারহাট এর আয়োজনে ২১০০ মানুষের মাঝে শুকনো খাবার ও ঔষুধ বিতরণ করা হয়। এদিকে ভেলা সংগঠনের আয়োজনে বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ১০০০ মানুষের মাঝে রুটি-বিস্কুট ও স্যালাইন বিতরণ করা হয়। সবমিলিয়ে বর্তমান বানভাসি মানুষের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ সামগ্রী অপ্রতুল হওয়ায় ত্রাণের হা-হাকার সৃষ্টি হযেছে। সেই সঙ্গে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইসব এলাকায় শিশু ও বৃদ্ধরা বিভিন্ন ধরণের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *