রাজারহাটে ‘সততা স্টোর’ চালু

রাজারহাটে ‘সততা স্টোর’ চালু

রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ আগষ্ট ১৮,০৩.০৫।
নেই কোন দোকানদার, নেই কোন পাহারাদার ও সিসি ক্যামেরার ব্যবস্থা। নির্দ্দিষ্ট পণ্যের গায়ে দাম লেখা রয়েছে। সেই মূল্য অনুযায়ী রেজিষ্ট্রার খাতায় শিক্ষার্থীর নাম, ক্লাস-রোল নম্বর লিখে কাগজ-কলম, খাতা, পটেটো চিপস, চকলেট, বিস্কুট বা অন্যকোন শিক্ষা সামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে খামবন্দি করে রাখতে হবে টাকা। এভাবে কোন দরদাম ছাড়াই শিক্ষার্থীরা সহজেই কেনাকাটা করতে পারবে সততা স্টোরে। তেমনি রাখতে পারবে সততার স্বাক্ষর। এমন একটি স্টোর কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা অনুশীলনের সুযোগ করে দিতে ওই প্রতিষ্ঠানের একটি নির্দ্দিষ্ট স্থানে ‘সততা স্টোর’ নামে এই ব্যতিক্রমী দোকানের উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার এই দোকানের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু নরেশ চন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে দেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ. অধ্যাপক মো. হবিবুর রহমান হবি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আবু ছাঈদ, মো. নিযাম উদ্দিন প্রমূখ।

One thought on “রাজারহাটে ‘সততা স্টোর’ চালু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *