আজ প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাট আসছেন

আজ প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাট আসছেন

মো. এনামুল হক, সম্পাদক, আগষ্ট ২০,১২.২২,
আজ ২০ আগষ্ট কুড়িগ্রামের রাজারহাটে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় কুড়িগ্রামের রাজারহাট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজারহাট উপজেলার সর্বত্রে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে লক্ষ্য করে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী (সাবেক এমপি), জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রস্তুত করছেন। আজ প্রধানমন্ত্রী দিনাজপুরের প্রোগ্রাম শেষে হেলিকপ্টারযোগে বিকাল ৩টায় রাজারহাট উপজেলার পাঙ্গা ভূমি অফিস সংলগ্ন খেলার মাঠে অবতরণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তিনি সভাস্থলে যোগ দিয়ে বানভাসিদের খোঁজ-খবর নিবেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। পরে ওই স্কুল এন্ড কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *