কী চারা ভাই

কী চারা ভাই

কী চারা ভাই, বৃষ্টিস্নাত একটি স্বস্তিদায়ক রাত অতিবাহিত করলেন ৷
আপনারা জানেন কি? ৬৩ প্রজাতির ৭ লক্ষাধিক চারাগাছ আমরা ১ ঘন্টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৫০১ টি রাস্তায় রোপন করেছি ! যা ইতিহাসে একটি বিরল ঘটনা ৷
আর এ মহাযজ্ঞের যিনি অগ্রনায়ক, দেশপ্রেমিক ,দেশের কল্যাণে কাজ করা যাঁর প্রতিশ্রুতি তিনি রাজারহাট উপজেলার সুযোগ্য উপ‌জেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয় ৷
যাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১০ টাকা কেজি দরে চাল বিতরণ ও চলতি সনের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন ৷ যাঁর ৯ মাসের পরিশ্রম ও সুপরিকল্পনার কারণে রাজারহাটবাসী বৈশ্বিক পরিবেশের ইতিহাসে স্থান লাভ করতে যাচ্ছে ৷ পরিবেশবিদগনের আশংকা উত্তরাঞ্চল ভবিষ্যতে মরুভূমিতে পরিণত হবে ।
এই আশংকায় রাজারহাটের সু‌যোগ্য উপ‌জেলা নির্বাহী অফিসার মহোদয়ের “সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট গড়ি” প্রকল্পের জন্য রাজারহাটবাসীর পক্ষ থেকে ইউএনও মহোদয়কে স্যালুট ৷ আমাদের বিবেকের কসম, প্রতিশ্রুতি ও অঙ্গীকার করছি তোমাদের উত্তরোত্তর বৃদ্ধিতে আমরা সহযোগিতা করবো ইন্শাআল্লাহ ৷
ভাল থাকো , বড় হও ৷ আমাদের জন্য বেশী বেশী অক্সিজেন সরবরাহ করো। আল্লাহুম্মা আমীন ।

আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম
অধ্যক্ষ
মীর ইসমাইল হোসেন কলেজ
রাজারহাট, কুড়িগ্রাম।
প্রধান উপদেষ্টা,
রাজারহাট বিডি ডট কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *