রাজারহাটে ৪০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

রাজারহাটে ৪০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

রফিকুল ইসলাম,
কুড়িগ্রামের রাজারহাটে প্রনোদনা কর্মসূচীর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ জন কৃষকের মাঝে বৃহস্পতিবার উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. বজলার রহমান, নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্ম্মণ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহান প্রমূখ।
প্রতিজন কৃষককে ১কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি এবং এম ও পি ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *