অটোরিকসার ধাক্কায় শিক্ষার্থী শ্রাবণের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

অটোরিকসার ধাক্কায় শিক্ষার্থী শ্রাবণের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,
উপজেলায় মানববন্ধন করেছেন স্থানীয় সামাজিক সংগঠন ফিউচার অব রাজারহাট (ফর)।”সড়কে মৃত্যুর মিছিল চাই না আর, চাই সড়কে চলাচলের নিরাপত্তা” এই শিরোনামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শনিবার (২১ অক্টোবর) সকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব রাজারহাটের সামনে অটোরিকসার ধাক্কায় শিশু নিকেতনের কেজি ওয়ানের শিক্ষার্থী শ্রাবণের মৃত্যুর প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, অনিবন্ধিত বা অবৈধ গাড়ি চালাচলে বিধি-নিষেধ তৈরি করাসহ চালকদের লাইসেন্সের আওতায় আনতে হবে। তা না হলে সড়কে মৃত্যুর মিছিল কখনোই থামবে না।

উপস্থিত ছিলেন ,সংগঠনটির উপদেষ্টা আরেফিন ফেরদৌস বাবু, সভাপতি ফারুক হোসেন, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল অনিক, শিশু নিকেতনের শিক্ষক প্রভাত রায়,শিক্ষার্থীরা, সাহেদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *