ফুটবলের আলো ছড়াতে চায় সবুজ

ফুটবলের আলো ছড়াতে চায় সবুজ

BY ULIPUR.COM ON , 2017 কুড়িগ্রাম, ক্রীড়া, জেলার খবর
মনসুর আলী, কুড়িগ্রামঃ
বাবার হাত ধরেই ফুটবল শেখা কুড়িগ্রামের নাগেশ্বরীর ফুটবলার খালেকুরজ্জামান সবুজের। ফুটবল পরিবারেই জন্ম তার। বাবা অাহমদ হোসেন ছিলেন জেলা দলের একজন নিয়মিত খেলোয়াড়। প্রাতিষ্ঠানিকভাবে সবুজের ফুটবল খেলা শুরু হয় নিজ গ্রামের ফুটবল দল “বানুর খামার খেলাধুলা সংঘ” থেকেই। স্কুল টিমের নিয়মিত খেলোয়াড় থাকা অবস্থায় তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে ঐ সময় তিনি তার নিজ উপজেলায় পৌর কাপ ফুটবল টুনামেন্ট ও ডাঃ ওয়াসেক গোল্ডকাপে নৈপুণ্য দেখার সুযোগ পান।

এরপর থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হতে থাকে। এই অল্প সময়ে খেলেছেন জেলা ও বিভাগীয় দলে। তৃতীয় বিভাগ ফুটবল দিয়ে ঢাকার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে। খেলেছেন গাজীর চর, টঙ্গি, বাসাবো, যাত্রাবাড়ী, উত্তর বারিধারা, ঢাকা আবাহনী এবং বর্তমানে খেলছেন নামী দল শেখ রাসেল ও অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলে। তার প্রিয় ব্যক্তিত্ব বাবা-মা। প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো হলেও প্রিয় ফুটবল দল ব্রাজিল। গত বছর বাংলাদেশ ফুটবল লীগ (বিপিএল) – এ বাংলাদেশ ফুটবল সাপোর্টারস ফোরাম কর্তৃক সেরা ডিফেন্ডার নিবার্চিত হন। ফুটবলে জাতীয় পর্যায়ে সফলতা বয়ে নিয়ে আসার পাশাপাশি তার স্বপ্ন নিজ জেলা কুড়িগ্রামে ফুটবলার তৈরিতে ভূমিকা রাখা। এজন্য ভবিষ্যতে কুড়িগ্রামে ফুটবল একাডেমী প্রতিষ্ঠা করে ফুটবলের উন্নয়নের কাজ করার আগ্রহ রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *