রাজারহাটে চুরির ঘটনার ৩ দিন অতিবাহিত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি…

রাজারহাটে চুরির ঘটনার ৩ দিন অতিবাহিত  পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি…

উদয়,
কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোব্যাকো লি. এর সাব-পয়েন্ট অফিসে গত ৩০ নভেম্বর বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
উল্লেখ্য, পরদিন ১লা ডিসেম্বর বিকালে আবুল খায়ের টোব্যাকো লি. এর রংপুর বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো. আলী আকবর চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত নামীয় আসামী করে রাজারহাট থানায় চুরির একটি মামলা দায়ের করে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাজারহাট শান্তি নগর এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো লি. সাব-পয়েন্ট অফিসের ম্যানেজার মো. আনোয়ার কামাল (লিটন) হিসাব-নিকাশ শেষে বুধবার রাত ১২ টার দিকে অফিস ত্যাগ করে। বুধবার গভীর রাতে কোন এক সময় চোরের একটি সংঘবদ্ধ দল অফিসের মেইন গেটসহ অফিসের ভিতরে প্রবেশের ৯টি তালা ভেঙ্গে লকারে থাকা নগদ প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা এবং ১ লাখ টাকা সমমূল্যের মালামালসহ ৪ লাখ ১৬ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তৎপরতা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *