রাজারহাটে মহান বিজয় দিবস পালিত

রাজারহাটে মহান বিজয় দিবস পালিত

by rajarhatbd.com রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি,
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৬তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগও তার সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাব,এম আই ডিগ্রী কলেজ,রাজারহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকস, চাকিরপশার ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠন সকালে ঠাটমারী বধ্যভুমিতে পুস্পার্ঘ অর্পণ করেছে। পরে উপজেলা প্রশাসন আয়োজিত রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, রাজারহাট থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *