রাজারহাটে ইউপি সদস্যের মাইক্রোবাস তল্লাশি ইয়াবা উদ্ধার, চালক আটক

রাজারহাটে ইউপি সদস্যের মাইক্রোবাস তল্লাশি ইয়াবা উদ্ধার, চালক আটক

Rajarhatbd.com
বিশেষ প্রতিনিধি;
কুড়িগ্রামের রাজারহাটে আলোচিত ইউপি সদস্য হারুন-এর বাড়ির উঠানে রাখা তার নিজস্ব মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭৬ পিস ইয়াবাসহ গাড়ির চালক রাজীব (২০) কে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইউপি সদস্য হারুন সটকে পড়ে। এ ঘটনায় গতরাতে পুলিশ বাদী হয়ে চালককে আসামী করে মাদক দ্রব্য আইনে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার এস আই মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সিংগারডাবড়ীহাট সংলগ্ন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন-অর-রশিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউপি সদস্যের মাইক্রোবাস নোয়া ঢাকা-মেট্রো-চ-৫১৪৯৪০ গাড়ি থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চালক অত্র ইউপির পশ্চিম দেবত্তর এলাকার মৃত নুর ইসলামের পুত্র রাজীব (২০) কে আটক করে। অবস্থার বেগতিক দেখে ইউপি সদস্য হারুন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রাতেই পুলিশ উদ্ধারকৃত ইয়াবা বহনকারী গাড়ী ও চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই রাজারহাট থানার এস আই মোস্তফা কামাল বাদী হয়ে চালক রাজীবকে আসামী করে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তাং-১৯-১২-২০১৭ ইং। এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র দেব বলেন, গাড়ির মালিক শনাক্তকরণে বিআরটি-এর নিকট পত্র প্রেরণ করা হবে। তদন্ত পূর্বক ওই ইউপি সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ইউপি সদস্যকে আসামী না করায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে অত্র ওয়ার্ডের একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, ইউপি সদস্য হারুন নোয়া মাইক্রোবাসটি ক্রয় করার পর থেকে জুয়া ও মাদকের ব্যবসার সঙ্গে জোরে-শোরে জড়িয়ে পড়েছে। অপরদিকে ইউপি সদস্য হারুন-অর-রশিদকে মামলা থেকে বাদ দেয়ার জন্য মঙ্গলবার রাতভর বিভিন্ন মহলের তদবির করার গুঞ্জন রয়েছে। ইউপি সদস্য হারুন-অর-রশিদ ০১৭১৭০৭৫২৮৬ নম্বরের তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত চালক রাজীবের বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাট থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে রাজারহাট থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *