এমপিও ভূক্ত হচ্ছেন স্কুল ও কলেজের ৭১৪৬ জন শিক্ষক

এমপিও ভূক্ত হচ্ছেন স্কুল ও কলেজের ৭১৪৬ জন শিক্ষক

Rajarhatbd.com
মোহাম্মদ আলী মন্ডল (এটম):
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল ও কলেজ) এ ১৩.১১.২০১১ তারিখে জারীকৃত প্রজ্ঞাপনের পরে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বিহীন কর্মরত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান এবং অতিরিক্ত শ্রেণি শাখা ও বিষয়/ বিভাগের ৭১৪৬ জন শিক্ষকের এমপিও ভূক্তি সংক্রান্ত এক আদেশে এ কথা বলা হয়েছে।
৩১.১২.২০১৭ খ্রি: তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব নুসরাত জাবীন বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেন। এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৩.১১.২০১১ খ্রি: তারিখে জারীকৃত প্রজ্ঞাপন অকার্যকর হবে। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোনো তথ্য পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে অতি তাড়াতাড়ি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জিও জারি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *