৮টি ভেন্যুতে হবে টি-২০ বিশ্বকাপ

৮টি ভেন্যুতে হবে টি-২০ বিশ্বকাপ

Rajarhatbd.com
January 31, 2018 admin
নিউজ ডেস্কঃ
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায়। তবে নতুন খবর হচ্ছে বিশ্বকাপের জন্য ভেন্যুগুলোর নাম ইতোমধ্যে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে মোট ৮টি ভেন্যুতে খেলা হবে।

প্রকাশিত ভেন্যুগুলো হচ্ছে, অ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, জিলং, হোবার্ট, পার্থ, সিডনি ও মেলবোর্ন। ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।

এদিকে সেই বছরই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে অস্ট্রেলিয়া। নারীদের বিশ্বকাপ ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ই মার্চ। আর ছেলেদের আসরটি শুরু হবে ১৮ অক্টোবর। ১৫ নভেম্বর টুর্নামেন্টের ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে।

২০২০ বিশ্বকাপে মোট ১৬টি দেশ অংশ নেবে। দেশগুলো হল: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড।

সুত্রঃ Banglanews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *