” নারী”

” নারী”

Rajarhatbd.com

—- নুরুন্ নাহার
আমি নারী আমি নদী
আমি স্নেহ- মায়ার অমিতধারা।
ফুল- ফসলে ঢেলে সাজাবো
তোমার আমার স্বপ্নের ধরা।
ভালবেসে যদি বুকে ভাসাও তরী
নিবিড় মায়ায় পথ দেব পাড়ি।
চাঁদনীরাতে ঘুম যদি টুটে
ছুটে এসে বসো নির্জন ঘাটে,
প্রাণের রাগিনী মিশায়ে তোমার
সুরে জাগাবো নিথর প্রাণ।
বিনিময়ে শুধু মিনতি আমার
করো না আমায় অত্যাচার
ভেবো না দূর্বল অবলা অসহায়।
অন্যায় করে তুমি পেয়ে যাবে ছাড়।
যদি স্নেহ হারাই প্রেমশক্তি হারাই
গর্জে উঠে রুখে দাঁড়াই,
ভেঙ্গে যাব পাড় ভয়াল স্রোতে
প্রাসাদ তোমার পড়বে লুটে।
পিঁপড়ার মতো ভাসবে তুমি
মনে রেখো, আমি নারী আমি নদী।
আমি গুল্ম বিরুৎ আমি বৃক্ষ
আঁধারের বুক চিরে আলোর বারতা নিয়ে
প্রতিদিন হেসে ওঠা আমি এক সূর্য।