রাজারহাটে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা

রাজারহাটে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা

Rajarhatbd.com
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি,
কুড়িগ্রামের রাজারহাটে গতকাল সোমবার বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলণ গড়তে কার্যকরী পদক্ষেপ শ্রেষ্ঠ উপজেলা নির্বাচনের সূচক নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিল্ডিং বেটার ফিউচার ফর গালর্স প্রকল্পের অধীনে আরডিআরএস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, রবীন্দ্রনাথ কর্মকার, এনামুল হক, মোহাম্মদ আলী সরদার, প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লা-আল-মামুন, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা পষিদ সদস্য মোঃ আব্দুস ছালাম ও উপজেলা কো-অর্ডিনেটর আকতারী বেগম প্রমূখ।