রাজারহাটের নাজিমখান বাজারে অনাকাঙ্ক্ষিত যানযটের সৃষ্টি

রাজারহাটের নাজিমখান বাজারে অনাকাঙ্ক্ষিত যানযটের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক,
যানজট। চারটি বর্ণ কিংবা দুই অক্ষরের এই শব্দটা শহুরে মানুষের জীবনের নিত্য পরিচিত একটি শব্দ।

কিন্তু গ্রাম গঞ্জের দু একটা ছোট হাটে যখন এ ধরণের যানজট এর দেখা মেলে তখন অরণ্যে রোদন ঘটানোর দৃশ্য বইকি কিছু বাকি থাকে না।

আজ মঙ্গলবার রাজারহাটের নাজিমখান বাজারে অনাকাঙ্ক্ষিত যানযটের সৃষ্টি হয়।কাকতালীয় কারণে সৃষ্ট এ যানযটের স্থায়িত্ব ছিল প্রায় ৪০ মিনিট।নাজিম খান বাজারের ইউনিয়ন পরিশোধ গেইট থেকে নাজিমখান বাজারের দক্ষিন প্রান্ত পর্যন্ত দীর্ঘ এ যানযট সংশ্লিষ্ট এলাকায় বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি করে।
আজ বিকাল পৌনে ছয়টার দিক এ ঘটনা ঘটে।

যার দরুন নাজিমখান স্কুল গেইটের সামনে প্রায় আধাঘণ্টার মতো সময় অপেক্ষা করতে হয়েছে একটা এম্বুলেন্সকেও।
ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ইদ উৎযাপন এর উদ্দেশ্য নিয়ে আসা বাস গুলোকে বাজারের বিভিন্ন স্থানে পার্কিং করে রাখা এই যানযটের প্রধান কারণ বলে ধারণা করা হয়। এছাড়াও হাট উপলক্ষে বাজারে রাস্তার দু পাশে বিভিন্ন দোকান বসার কারণেও এই বিভ্রান্তির সৃষ্টি হয়।