রাজারহাটে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

রাজারহাটে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে প্রধানমন্ত্রী ঘোষিত ‘জমি আছে ঘর নেই’ আশ্রয়ণ প্রকল্পের আওতায় অত্র উপজেলার ৭টি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৬৭টি পরিবারকে বসতবাড়ি গৃহ নির্মাণ করার বরাদ্দ আসে।
বুধবার নাজিমখান ইউপির ২নং ওয়ার্ডের মমিন মৌজার বাসিন্দা শরিফা বেগমের বসতবাড়ির গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী (নয়া)’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান , উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বীথি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-থানা অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ। শরিফা বেগমের বসতবাড়ির গৃহ নির্মাণ কাজের উদ্বোধনী শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।