রাজারহাটে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৩ ব্যক্তির মৃত্যু

রাজারহাটে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৩ ব্যক্তির মৃত্যু

বিশেষ প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুত স্পৃষ্ট হয়ে দুই দিনে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রতিরাম কমলওঝাঁ এলাকার আবেদ আলী ব্যাপারীর বাড়িতে দিনমজুরের কাজ করতে জদ্দি আলম (৪০) গাছের ডাল কাটতে গিয়ে ডাল বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। এদিকে দুপুর ১টার দিকে একই ইউপির চাকিরপশার তালুক এলাকার নেজু মাহমুদের পুত্র আব্দুল লতিফ (৬০) নামের এক ব্যক্তি জমির আইলে ঘাস কাটতে গিয়ে জমিতে অবৈধ বিদ্যুত সংযোগের তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এলাকাবাসীরা জানায়, চাকিরপশার তালুক হাজীপাড়া এলাকার নূর ইসলাম এর বাড়ি থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ফজলুল হকের বাড়িতে বিদ্যুতের সংযোগ চলে আসছে। ওই সংযোগের তার ছিঁড়ে জমিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে যায় গোটা জমি। অপরদিকে সোমবার ঘড়িয়ালডাঙ্গা ইউপির বাঘআছড়া এলাকায় দুপুর ১ টার দিকে বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে গোটা জমি বিদ্যুতায়িত হয়ে যায়। ওই সময় জমির আইলে ঘাস কাটতে গিয়ে রিয়াজ উদ্দিন (৬২) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।