রাজারহাটে প্রভাব খাটিয়ে শিক্ষকের বাড়ি যাতায়াতের রাস্তা দখল

রাজারহাটে প্রভাব খাটিয়ে শিক্ষকের বাড়ি যাতায়াতের রাস্তা দখল

নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাটে এক শিক্ষকের বাড়ি যাতায়াতের রাস্তায় জোরপূর্বক বাঁশের ঘেঁর দিয়ে বন্ধ করে দিয়েছে এক প্রভাবশালী। বিষয়টি গত ১মাসেও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে ওই শিক্ষক কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও শিক্ষক জানান, উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ মৌজার নুরজামালের পুত্র এবাদুল হক ওই মৌজার ৬৬ নং দাগে ২৮.৫০ শতক জমি ক্রয় করে বসবাস করে আসছে। পরে ওই জমির পাশ দিয়ে আরো ৪ শতক জমি ক্রয় করে বাড়ি যাতায়াতের রাস্তা করে তার দু’পাশ দিয়ে বৃক্ষ রোপন করেন। এ অবস্থায় প্রতিবেশী সহ স্বাভাবিকভাবে যাতায়াত করছিল। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী প্রভাবশালী জামাল উদ্দিন তার লোকজন জোরপূর্বক বাঁশের ঘেঁর দিয়ে কারণ ছাড়াই এবাদুল হকের বাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফল না পাওয়ায় বাধ্যহয়ে এবাদুল হক কুড়িগ্রাম বিজ্ঞ জজ আদালতে একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।