কুড়িগ্রামে পথশিশুদের নিয়ে একটু ভিন্ন ভাবে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উৎযাপন

কুড়িগ্রামে পথশিশুদের নিয়ে একটু ভিন্ন ভাবে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উৎযাপন

মোছাঃ নুসরাত জাহান:

কুড়িগ্রামের হরিজন সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত ১৬ শিশুকে নিয়ে ‘ওয়াহিদা পাঠাগারের’ উদ্যোগে একটু ভিন্নভাবে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শিশুদের নিয়ে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার, বইমেলা, গনগ্রন্থাগার এবং উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন সেইসাথে এই গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে তাদের প্রাথমিক ধারনা প্রদান। প্রচেষ্টা ছিল ভাষা আন্দলন এবং মুক্তিযুদ্ধের চেতনা তাদের মাঝে বিলিয়ে দেওয়ার। পরে বনভোজন এর মাধ্যমে সম্পন্ন হয় এ আয়োজন।
সার্বিক তত্ত্বাবধানে ছিল কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এই স্বল্প সময়ে বন্ধুদের সাথে যেন মিলেমিশে গিয়েছিল শিশুরা। ছিল না কোন ভেদাভেদ। আর প্রোগ্রামটা আরও আনন্দঘন হয়ে উঠেছিল জেলা প্রশাসক সুলতানা পারভীন মহোদয় এবং প্রেসক্লাব কুড়িগ্রামের সান্নিধ্য পেয়ে।
দিন শেষে শিশুদের মুখের হাসি বলে দেয় কতটা আনন্দিত ছিল তারা। আর এ হাসি মুখ-ই এনে দেয় আমাদের তৃপ্তি। একই সাথে উৎসাহ ও প্রেরণা যোগায় আমাদের।