রাজারহাটে কুইজ,বক্তৃতা,মেধা যাচাই পরীক্ষা এবং পুরষ্কার বিতরণ

রাজারহাটে কুইজ,বক্তৃতা,মেধা যাচাই পরীক্ষা এবং পুরষ্কার বিতরণ

মোছাঃ নুসরাত জাহান:
Rajarhat Union Student’s Welfare Association (RUSWA) হলো রাজারহাট ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সংগঠন।
আজ এই সংগঠনের প্রথম আয়োজন হিসেবে রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ে কুইজ, বক্তৃতা, মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই স্কুলের প্রতিটি শিক্ষার্থী-ই একেকজন স্বপ্নদ্রষ্টা। গল্প শোনা হয় এই ক্ষুদে স্বপ্নদ্রষ্টাদের, সেই সাথে কিছু গাইডলাইনও দেওয়া হয় তাদের। তাদের স্বপ্ন পূরনে পাশে থাকার আশ্বাস দেয় RUSWA। প্রতিযোগিতা শেষে আদর্শ বিএল হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান আশু অন্নান্য শিক্ষক গণের উপস্থিতিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হুদা সুমন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হামিদুল ইসলাম। RUSWA এর পক্ষে আবদুল্লাহ আল নোমান, মোছাঃ নুসরাত জাহান, রিসালাত জোহা,আসাদুজ্জামান নুর, ফুয়াদ ইসলাম। এছাড়াও সুচী, লুবনা, তাসনীম সহ আরও অনেকে।