কুড়িগ্রামে অরুনিমা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

মোছাঃ নুসরাত জাহান:

উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের স্বর্ণপদক প্রাপ্ত স্কাউট ব্যক্তিত্ব মরহুম ডাঃ বদিউজ্জামান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন অরুনিমা মুক্ত স্কাউট মহাদল। যেটি সে সময় থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজে অংশগ্রহন করে বেশ সুনাম অর্জন করেছে। পুরো পরিবার স্কাউটিং কার্যক্রমের সাথে যুক্ত বলে বাড়িটির নাম রেখেছেন ‘স্কাউট ফ্যামিলি’। তার অনুপস্থিতিতে তার এই কাজগুলোর হাল ধরেছেন জ্যেষ্ঠপুত্র হাসান পলাশ। পিতার স্বপ্নকে বুকে ধারন করে একদল উদীয়মান সাহিত্য প্রেমী তরুণ-তরুণীকে সাথে নিয়ে ‘সাহিত্য পারে সমাজকে বদলে দিতে’ -এই স্লোগান নিয়ে কুড়িগ্রাম থেকে প্রকাশ করছেন মাসিক সাহিত্য পত্রিকা “অরুনিমা”। দেখতে দেখতে পত্রিকাটি ১ম বর্ষ পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করেছে। আজ প্রয়াত ডা. বদিউজ্জামানের স্কাউট ফ্যমিলি’র সামনে “অরুনিমা” সাহিত্য পত্রিকার বিশেষ (২য় বর্ষ, ৩য় সংখ্যা) সংখ্যা’র মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান । এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন , জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলি, সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন।

সেই সাথে আরও উপস্থিত ছিলেন স্কাউট ফ্যামিলি’র সদস্য গণ, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অরুনিমা মুক্ত স্কাউট মহাদল, অরুনিমা সাহিত্য পরিবার, কুড়িগ্রাম বন্ধুসভা, সমন্বয় পরিবার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ আরও অনেকে।