তিস্তার ভয়াল গ্রাসে রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন

তিস্তার ভয়াল গ্রাসে রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন

মোঃ রুহুল আমিনঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌজার কালিরহাট নামক এলাকা জুড়ে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকায় গত দুই দিনে ২০/২৫টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং তাহাদের মাথা গোঁজার সামান্যতম জায়গা পর্যন্ত নেই।পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে বালু ভর্তি জিও বস্তা ফেলার ব্যবস্থা করলেও কাজ চলছে ঢিলেঢালা গতিতে। বর্তমানে এখানকার মানুষজন সীমাহীন কষ্টের মাঝে দিনাতিপাত করছে।

ইতিপূর্বে উক্ত এলাকায় পরিদর্শনে এসে কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ পনির উদ্দিন আহমেদ মহোদয় ও রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী মহোদয় এ স্থানের ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড়ালো সুপারিশ করেছেন।

অনতিবিলম্বে উক্ত এলাকার ভাঙ্গন রক্ষার যথাযথ ব্যবস্থা করতে ব্যর্থ হলে কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চতুরা বাজার, ব্যাপক ফসলি জমি এবং অসংখ্য বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে যাবে।