রাজারহাটে ক্যান্সারে আক্রান্ত রওশন আরার বাঁচার আকুতি

রাজারহাটে ক্যান্সারে আক্রান্ত রওশন আরার বাঁচার আকুতি

কুড়িগ্রামের রাজারহাটে ক্যান্সারে আক্রান্ত হয়ে এক সহায়-সম্বলহীন গৃহবধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি স্বাভাবিক জিবনে ফিরে আসতে সকলের কাছে আকুতি জানিয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তার ফিরে আসা হবে কিনা তাই নিয়ে পরিবার পরিজন দুঃচিন্তায় পড়েছেন। ক্যান্সারে আক্রান্ত ওই গৃহবধু উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ী সুখদেব গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রওশন আরা(৪০)।

 গত জুন মাসের শুরুতে তার নাভীর নীচে টিউমার দেখা যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে টিউমার অপারেশন করেন। কিন্তু কয়েকদিন পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ক্যান্সার ধরা পড়ে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ স্বপন কুমার নাথের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক দু’বার থেরাপি দিয়েছেন। এতে তার প্রায় ৫লাখ টাকা ব্যয় হয়েছে।

 তাঁর আরো ৪/৫ বার থেরাপি দেয়া প্রয়োজন। এতে তাঁর আরো ৫/৭লাখ টাকার দরকার। কিন্তু তার পরিবার একবারেই অস্বচ্ছল। তাই তিনি ও তার পরিবার দেশের সকল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগীতা চেয়েছেন। তার সাথে সরাসরি ০১৭৬২৭১৪৩০১(বিকাশ নম্বর)  যোগাযোগ করে আর্থিক সাহায্য করতে পারেন।

সূত্র: দৈনিক তোলপাড়