রাজারহাটে ৮০০ পরিবারের মাঝে ৬০ মে.টন গো-খাদ্য বিতরণ

রাজারহাটে ৮০০ পরিবারের মাঝে ৬০ মে.টন গো-খাদ্য বিতরণ

বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে বন্যা পরবর্তী এলাকায় প্রাণি সম্পদ নির্ভর জীবিকা রক্ষায় সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ প্রাণি সম্পদ ও প্রাণি সম্পদ নির্ভর ৮০০ পরিবারের মাঝে ৬ মে.টন উন্নত মানের গো-খাদ্য এবং ৯ হাজার ৬০০কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

সোমবার এফএও-ইসিটিএডি বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপিতে ২৭০টি.ছিনাই ইউপিতে২৫০টি,বিদ্যানন্দ ইউপিতে ২৩০টি এবং নাজিমখান ইউপিতে ৫০টি পরিবারের মাঝে প্রত্যেককে ৭৫কেজি করে গো-খাদ্য এবং ১২টি করে কৃমি নাশক ট্যাবলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-রংপুর বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান,কুড়িগ্রাম জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল হাই,রাজারহাট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো.জোবায়দুল কবির,প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু প্রমূখ।