রাজারহাটে ধানের ন্যায্যমুল্য নিশ্চিত করতে, লটারির মাধ্যমে নির্ধারিত হলো কৃষকের ভাগ্য

রাজারহাটে ধানের ন্যায্যমুল্য নিশ্চিত করতে, লটারির মাধ্যমে নির্ধারিত হলো কৃষকের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ডিসেম্বর , ২০১৯

ক’দিন আগেও মাঠে মাঠে দোল খাচ্ছিল সোনালী ধান। বাড়ির উঠান গুলো কৃষাণ/কৃষাণীদের পদভারে মুখরিত ছিল। ধানের ফলনও হয়েছে বাম্পার। কিন্তু ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা হতাশ।

ধানের মন প্রতি ১০৪০ টাকা দরে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের সরকারি সিদ্ধান্তে কৃষক কিছুটা আশান্বিত হলেও বরাদ্দ কম থাকায় তারা উদ্বিগ্ন।

রবিবার ( ৮ ডিসেম্বর) রাজারহাট উপজেলা অফিসার্সক্লাবে ৩টি ইউনিয়নের কৃষকদের তালিকা থেকে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যে লটারি মাধ্যমে নির্ধারিত হলো কৃষকের ভাগ্য। ডিজিটাল পদ্ধতিতে লটারি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: যোবায়ের হোসেন , রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্হানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে উমর মজিদ, নাজিমখাঁন ও বিদ্যানন্দ ইউনিয়নের ৪৪৮ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হলো।

উল্লেখ্য, অ্যাপের মাধ্যমে কৃষকের নিকট থেকে ধান ক্রয় এটাই প্রথম।