রাজারহাটে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

রাজারহাটে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

এ.এস.লিমন :

কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কমসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ/১৯ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

সোমবার(৯ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহানের সভাপতিত্বে ও প্রভাষক স্বর্ণ কমল মিশ্রর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউএনও পত্নী মোছা: মমতাজ মহল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ইয়াসমিন বেগম, ওসি তদন্ত নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু প্রমূখ।

সভা শেষে ৫ জয়িতাকে নারী জাগরণ ও আর্থ-সামাজিকসহ বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরুপ মোছা:শেফালী বেগম,মোছা: সালেহা বেগম,আমেনা বেওয়া, খাদিজা সোনার,মোছা:জিন্নাত রেহানা জুঁইকে চলতি বছরের বেগম রোকেয়া সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।