রাজারহাটে সরকারি ভা‌বে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উ‌দ্বোধন

রাজারহাটে সরকারি ভা‌বে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উ‌দ্বোধন

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহা:যোবায়ের হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে চলতি মওসুমে ১২৬৪ মে:টন ধান ক্রয়ের জন্য বরাদ্দ আসে। ১০৪০ টাকা মন দরে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। ২১০৬ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করার মাধ্যমে প্রতিজন কৃষক ১৫ মন করে ধান বিক্রি করতে পারবেন।

যা ২৮ ফেব্রুয়ারী ২০২০ সাল পর্যন্ত ক্রয় করার কথা জানিয়েছেন রাজারহাট খাদ্য গুদামের কর্মকর্তা আব্দুল আউয়াল।