শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে নববর্ষ শুরু করল “মানবিক সমাজ, রাজারহাট ইউনিয়ন”

শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে নববর্ষ শুরু করল “মানবিক সমাজ, রাজারহাট ইউনিয়ন”

আল নোমান:

বাংলাদেশে যখন মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার তখন শতকরা ৭১% দারিদ্র‍্য জেলা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কিছু তরুণের উদ্যোগে গঠিত মানবিক সমাজ, রাজারহাট ইউনিয়ন (Humanitarian Society, Rajarhat Union) প্রায় ২৫০জন শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট বিডি ডট কম এর অনারারি সম্পাদক এনামুল হক, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও রাজারহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল এটম।

তীব্র শীতে গরম কাপড় পেয়ে শীতার্তদের মাঝে খুশি বিরাজ করে।

মানবিক সমাজ, রাজারহাটের তরুণ উদ্যোক্তা আল ইমরান, শেখ সেলিম খান, সন্তোষ কুমার ও আল নোমানের প্রতি কৃতজ্ঞ স্বীকার করে করে প্রধান অতিথি আব্দুস ছালাম বলেন অস্থায়ী এই কার্যক্রমকে স্থায়ীভাবে করার জন্য সাহায্য করবেন।