রাজারহাট উপজেলার আলোকিত মাদ্রাসা, রেজিয়া বেগম কওমী মাদ্রাসা

রাজারহাট উপজেলার আলোকিত মাদ্রাসা, রেজিয়া বেগম কওমী মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক:

রাজারহাট উপজেলার আলোকিত মাদ্রাসা রেজিয়া বেগম ক্বওমী মাদ্রাসা।

পাঠানহাট ঈদগাহ থেকে সামান্য পশ্চিমে চাকিরপশার বিল ঘেঁসে অতি মনোরম ও নিরিবিলি পরিবেশে ৪১ শতাংশ জমির উপর অবস্থিত মাদ্রাসাটি।

মাত্র দু বছর আগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মনছুর আহমেদ সাহেবের স্ত্রী ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের বাংলা বিভাগীয় প্রধান রেজাউল করিম সাহেবের মাতা রেজিয়া বেগম ৪১ শতক জমি দান করেন।

তাঁর নামানুযায়ী মাদ্রাসার নামকরন করা হয়।বর্তমানে মাদ্রাসার ছাত্র ২০০ জন প্রায়।তার মধ্যে ১০০ জন আবাসিক ।

এলাকার দানশীল লোকজনের সহযোগিতায় এবং ছাত্রদের সামান্য বেতন দিয়ে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে ।

মাদ্রাসার সভাপতি আলহাজ মনছুর আহমেদ সাহেব সবার সহযোগিতা কামনা করেন।