কুড়িগ্রামে প্রথমবার বই বিহীন শ্রেণী কক্ষের উদ্বোধন- রাজারহাট বিডি

কুড়িগ্রামে প্রথমবার বই বিহীন শ্রেণী কক্ষের উদ্বোধন- রাজারহাট বিডি

মোছাঃ নুসরাত জাহান, সহ সম্পাদক:

‘কেবল পাঠ্য বই-ই নয়, প্রযুক্তি আর উপকরণই হোক শিখন-শেখন এর উপযুক্ত মাধ্যম’ -এই স্লোগানকে সামনে রেখে আজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিশু শ্রেণির শ্রেণি কক্ষ পরীক্ষামূলক পাঠদানের অংশ হিসেবে “বই বিহীন শ্রেণি কক্ষ’র” শুভ উদ্বোধন করেন প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, সমাজকর্মী জনাব শফি খান এবং কাঠালবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষক ফৌজিয়া খান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন আশার আলো পাঠশালা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা এবং ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালার প্রতিষ্ঠাটা চ্যেয়ারম্যান জনাব কুমার বিশ্বজিৎ বর্মণ, ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালার অধ্যক্ষ বীনা রাণী রায়, কুড়িগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক মোছাঃ নুসরাত জানান, নারী বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা নিশা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রেজওয়ান, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান সহ আশার আলো পাঠশালা এবং ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ সহ অবিভাবক এবং স্থানীয় অনেক ব্যক্তিবর্গ।

এরপর আশার আলো পাঠশালার শিক্ষার্থীদের মাঝে ছোয়টার এবং কম্বল বিতরণ করা হয়।