রাজারহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত- রাজারহাট বিডি

রাজারহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত- রাজারহাট বিডি

এ.এস.লিমন:

কুড়িগ্রামের রাজারহাটে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা কৃষি অফিসার মো. কামরুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার মো. জোবায়দুল কবীর, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, জেলা পরিষদ সদস্য আব্দুল ছালাম, যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার,যুগ্ন আহবায়ক ছামিউল ইসলাম, ছাএলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক ও শতশত শিশু- কিশোর এতে অংশ নেন।

উল্লেখ্য দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রর্দশন, শিশু-কিশোরদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’শীর্ষক চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচারসহ বর্ণিল আতশবাজি প্রর্দশনের মধ্য দিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে অনুষ্ঠানের কর্মসূচীর সমাপ্তী হয়।