রাজারহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ইউএনডিপি’র সহায়তা প্রদান -রাজারহাট বিডি

রাজারহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ইউএনডিপি’র সহায়তা প্রদান -রাজারহাট বিডি

রাজারহাট প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ইউএনডিপি’র সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে কৃষি পরিবারের প্রধান মহিলাকে ইউএনডিপি’র সহায়তা প্রদান করা হয় । এ সময় পুনর্বাসনের গৃহস্থালী উপকরণ এবং মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নগদ অর্থ প্রদানের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ইউএনডিপি’র পরামর্শদাতা অর্ধেন্ধু শেখর রায়, উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ইউএনডিপি’র কুড়িগ্রাম প্রতিনিধি সানাউল ইসলাম প্রমূখ।

আয়োজকরা জানান, ইউএনডিপি’র অর্থায়নে জেলার ৬ টি উপজেলার ২৪ শত ২২ টি পরিবার থেকে রাজারহাটে ২শত পরিবারের প্রধান মহিলার প্রত্যেককে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ৭হাজার ৫ শত নগদ অর্থ এবং মশারী, বেলচা, হাতুরি ও করাতসহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়।