রাজারহাটে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত-রাজারহাট বিডি

রাজারহাটে দুর্নীতি বিরোধী জাতীয়  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত-রাজারহাট বিডি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আগামী প্রজন্মকে সৎ যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক এবং নৈতিকতা ও মূল্যবোধ যুক্তি নির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে কুড়িগ্রামের রাজারহাটে মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান জানান, রাজারহাট উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৯টি দাখিল মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২০ জানুয়ারি থেকে গতকাল ৩০ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা চলে।বিতর্কের বিষয় ছিল “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এতে সততা সংঘের শিক্ষার্থী সহ ৬ষ্ঠ থেকে দশম শ্রেশির শিক্ষার্থীগণ অংশ নেয়।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) কানুরাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সেকেন্দার আলী বাবলু, শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল আউয়াল মন্ডল, সুপার মোঃ সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক আঃ হামিদ বসুনীয়া প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।