স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবেঃ রংপুর এসপি বিপ্লব কুমার সরকার

স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবেঃ রংপুর এসপি বিপ্লব কুমার সরকার

স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর পুলিশ সুপার(এসপি) বিপ্লব কুমার সরকার। শুক্রবার (৩১ ই জানুয়ারি) সন্ধায় নগরীর আজিজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজিজ ক্রীড়া সংঘের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তাদেরকে মানুষের মতো মানুষ করতে হলে অভিভাবকদের সর্তক থাকতে হবে,শিশুদের মনোবিকাশ ঘটানোর জন্য যাতে শিশুরা লেখা পড়ার পাশা পাশি খেলাধুলা করতে পারে সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

এসপি বিল্পব কুমার সরকার আরও বলেন ,আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিশন মিশন – ২০৪১ বাস্তবায়ন করতে হলে আজকের এই শিশুরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে নেতৃত্ব দেবে, তার জন্য প্রতিটি অভিভাবকে তার শিশুর প্রতি কঠোর নজরদারী রাখতে হবে। মনে রাখবেন প্রতিটি শিশুর সবচেয়ে বড় শিক্ষালয় তার পরিবার। যাতে শিশুরা অসামাজিক কার্যকলাপ ও মাদকের মতো মরণ নেশায় আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন তিনি।

সূএ: আমাদের বাংলাদেশ ডট কম।