রাজারহাটে ইউনিয়ন পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত-রাজারহাট বিডি

রাজারহাটে ইউনিয়ন পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত-রাজারহাট বিডি

স্টাফ রিপোর্টার :

কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে ”বাল্য বিবাহ প্রতিরোধে সমাজ ও পরিবারের ভুমিকাই প্রধান” শীর্ষক ইউনিয়ন পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৫ ফেব্রুয়ারী) নাককাটিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শরফ উদ্দিন দাখিল মাদরাসা্ এবং নাককাটিহাট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিযোগিতায় শরফ উদ্দিন দাখিল মাদরাসা্ বিজয়ী হয়।

এতে মডারেটরের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী।

বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক রমেশ চন্দ্র সরকার, মোঃ রবিউল ইসলাম রাজু, নিমাই চন্দ্র বর্মণ।
বিচারকরা তাদের বক্তব্যে বাল্য বিবাহ প্রতিরোধে সমাজ, পরিবার, সচেতনতা এবং আইনের যথাযত প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদলকে পুরুষ্কৃত করা হয়।