রাজারহাটে মাদরাসা ছাএীকে ইভটিজিং, বখাটের ৬ মাসের কারাদন্ড

রাজারহাটে মাদরাসা ছাএীকে ইভটিজিং, বখাটের ৬ মাসের কারাদন্ড

মো: এনামুল হক:

কুড়িগ্রামের রাজারহাটে মাদরাসা ছাএীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটের ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের র‌্যালী করে বাড়ী ফেরার পথে ইভটিজিং এর শিকার হন কয়েকজন ছাএী।

জানা যায়, মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের র‌্যালীতে রাজারহাট ফাজিল মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে, র‌্যালী শেষে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার ২’শ গজের মাথায় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সামনে পৌছিলে ৫/৭ জন যুবক এসে তাদের পথ রোধ করে উত্যক্ত করতে থাকে।

এ সময় খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে রাসেল (২০) নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে বাকী যুবকরা দ্রূত সটকে পড়ে ।

পরে রাত ৯.০০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন ঘটনার সত্যতা পেয়ে ওই বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আটক রাসেল ইসলাম উপজেলার খুলিয়াতারী গ্রামের আঃ সালামের পুত্র ।
রাজারহাট থানার অফিসার কৃষ্ণ কুমার সরকার বলেন, অপর ইভটিজারদেরকে আটক করতে পুলিশী অভিযান চলবে।