কুড়িগ্রাম বন্ধুসভার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

কুড়িগ্রাম বন্ধুসভার  বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

মোছাঃ নুসরাত জাহান

আজ ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।

এ উপলক্ষে কুড়িগ্রাম বন্ধুসভা বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির উপর পাঠচক্রের আয়োজন করে।
প্রথমে বন্ধুরা সমবেত হয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং ১মিনিট নিরবতা পালন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা মোহাম্মদ নাসির উদ্দিন।

এরপর বন্ধুরা বন্ধুসভা অফিসে পাঠচক্রের আয়োজন করে। বন্ধুসভার সহ সভাপতি আসিফ ওয়াহিদের সঞ্চালনায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সম্পর্কে আলোচনা করেন সাধারণ সম্পাদক নুসরাত জাহান। এরপর বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, রাজনৈতিক সহ পুরো জীবনকাল নিয়ে সার্বিক আলোচনা করেন বন্ধুসভার উপদেষ্টা হাসানুজ্জামান জামান পলাশ এবং মোখলেছুর রহমান মুকুল। কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু রিতু, আঙ্গুর, এনামুল এবং খোকন। এরপর দেশাত্মবোধক গান পরিবেশন করেন ক্রিয়া বিষয়ক সম্পাদক আশরাফুল এবং বন্ধুসভার বন্ধু শাহীন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বন্ধুসভার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাশিদা, বন্ধুসভার বন্ধু হাফিজুর রহমান হাফিজ, ওমর, রিদয়, রাব্বি এবং বিয়াদ সহ আরও অনেকে।

উপস্থিত সকল বন্ধুই বঙ্গবন্ধু সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেন। সহ সভাপতি আসিফ ওয়াহিদের বক্তব্যের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।