মতিউর রহমান চৌধুরীর মামলা প্রত্যাহারের দাবিতে-৩০ সাংবাদিকের নিন্দা

মতিউর রহমান চৌধুরীর মামলা প্রত্যাহারের দাবিতে-৩০ সাংবাদিকের নিন্দা

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রেসক্লাব রাজারহাটের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩০ সাংবাদিক তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা মনে করি এই মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। এ মামলা দিয়ে সৎ ও নির্ভীক সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের বাক-স্বাধীনতা খর্ব করার অপপ্রয়াস করা ছাড়া আর কিছুই নয়। দ্রুত মামলা প্রত্যাহারের দাবিতে বিবৃতিদাতারা হলেন- এস এ বাবলু, সভাপতি (দৈনিক ভোরের কাগজ ও বাংলা টিভি) , সহসভাপতি আলতাফ হোসেন সরকার(দৈনিক ইত্তেফাক), এম আজিজুল হক (দৈনিক জনতা), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক মানবজমিন ও এস টিভি বাংলা), সহ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত (আমাদের সময়,যায়যায় দিন ও করতোয়া),সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক(সম্পাদক রাজারহাট বিডি ডট কম,দৈনিক শিক্ষা), কোষাধ্যক্ষ মো. এনামুল হক ( যুগান্তর ও বিজয় টিভি), প্রচার সম্পাদক এ.এস লিমন ( দৈনিক দেশের কন্ঠ), দপ্তর সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু ( খোলা কাগজ), সদস্য সহকারি অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ( দৈনিক সংবাদ), লুৎফর রহমান আঁশু ( আনন্দ টিভি), আনিছুর রহমান লিটন ( দৈনিক দিনকাল),প্রভাষক নুর আলম বসুনিয়া ( ইনকিলাব), প্রভাষক আনোয়ারুল আলম আঙ্গুর(নয়া দেশ), প্রভাষক মুকুল নারায়ন কোঙ্গর ( প্রাইভেট ডিটেকটিভ), জাহাঙ্গীর আলম( দৈনিক আজকালের খবর), মাহফুজার রহমান মনু( ৬৯ টিভি ও দৈনিক ঢাকার ডাক), এনামুল হক, সরকার ( আমার সংবাদ) , মনজুরুল ইসলাম মজিদুল ( গণমুক্তি), আসাদুজ্জামান এইম রতন ( সিনিয়র সহ সম্পাদক রাজারহাট বিডি ডট কম), তৌহিদুর রহমান ( সহ সম্পাদক রাজারহাট বিডি ডট কম , স্বদেশ প্রতিদিন), রুবেল আহম্মেদ ( দৈনিক সাইফ), আবুনুর আহম্মেদ রাশেদ ( দৈনিক প্রতিদিনের বার্তা), মোশাররফ হোসেন ( ক্রাইম ওয়াচ) প্রমূখ।