রাজারহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত

রাজারহাটে করোনা ভাইরাস প্রতিরোধে  সচেতনামূলক  ক্যাম্পিং অনুষ্ঠিত

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ  

কুড়িগ্রামের রাজারহাটে শিকড় সংগঠনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে  সচেতনামূলক লিফলেট বিতরণ,স্যানিটাইজার বিতরণ, হাতধোয়া কর্মসূচি,  বিভিন্ন স্থানে পোস্টার লাগানো ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজারহাট উপজেলার সদর বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিশু নিকেতনের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পিং অনু্ষ্ঠিত  হয়। 

 এ ক্যাম্পিং অনুষ্ঠানে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড মাইক এর মাধ্যমে ভাইরাস সম্পর্কে সচেতনা ও হোম কোয়ারেন্টাইনের বিষয়ে বিশেষ ভাবে সতর্কতা করা হয়। এ ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্হিত ছিলেন-রাজারহাট শিশু নিকেতনের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রী সাদিয়া, সামিয়া, রিফাত,  মেসবা, কল্লোল, রিসল, প্রান্ত, কাফি, জেয়ারত, রিয়া, যোবায়ের,  সুতপা, সুপ্তি, রবিউলসহ আরো অনেকেই।