রাজারহাটে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে

রাজারহাটে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে করোনা ভাইরাস ধ্বংস এবং উপজেলার সাধারন মানুষকে সচেতনতা ও নিরাপদে জীবনযাপন করার লক্ষ্যে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের বিষয়ে সচেতন করা এবং করোনা ভাইরাসের ঝুকিরোধ কমিয়ে আনতে রাজারহাট উপজেলা নিরাপদ রাখতে পুরো সদর বাজারের রাস্তা, অলি, গলিতে স্প্রে করেছে অজয় সমর্থকের যুব সমাজ।

মঙ্গলবার বিকালে সোনালী ব্যাংক চত্বরে করোনা ভাইরাস জীবাণু ধ্বংস প্রতিরোধে স্প্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোছাঃ আকলিমা বেগম, আলহাজ্ব আব্দুস ছালাম, যুবলীগের যুগ্ন আহবায়ক সামিউল ইসলাম,রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, অজয় কুমার সরকার, আব্দুর রউফ, এ.এস.লিমন, রেজাউল করিম রেজা প্রমূখ।