কুড়িগ্রামের রৌমারীতে প্রথম করোনা আক্রান্ত মাদরাসাছাত্র

কুড়িগ্রামের রৌমারীতে প্রথম করোনা আক্রান্ত মাদরাসাছাত্র

নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের রৌমারীতে এক মাদরাসার শিক্ষার্থী করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম সোমবার (১৩ এপ্রিল) এ সংবাদ নিশ্চিত করেছেন। সনাক্ত ব্যক্তির বাড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর গ্রামে। সে টাপুরচর নাছিরিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। সে কুড়িগ্রাম উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তি ১৭ বছর বয়সী এক কিশোর। সে ঢাকা সাভারে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। গত ৭ এপ্রিল সে রৌমারীতে আসে। এরপর ১১ এপ্রিলে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা সংগ্রহের সময় তার সর্দি, জ্বর, কাশি, গলা ব্যাথা, হাপানি, ডাইরিয়া এসব লক্ষণ ছিল।

জানা গেছে, রৌমারীতে এ পর্যন্ত ৪৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ জনের নেগেটিভ ও একজনের পজেটিভ পাওয়া গেছে।

সূএ: দৈনিক শিক্ষা