রাজারহাটে ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিলো ব্যুরো বাংলাদেশ

রাজারহাটে ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিলো ব্যুরো বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ৫০০ পরিবারের পাশে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ব্যুরো বাংলাদেশ রাজারহাট শাখা।

বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজারহাট আদর্শ মহিলা কলেজ মাঠে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবার গুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এসিল্যান্ড মোছা. আকলিমা বেগম, রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার, ব্যুরো বাংলাদেশ এর রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাবিব , বগুড়া আঞ্চলিক ব্যবস্থাপক মো.মোতাহারুল আলম ,আঞ্চলিক ব্যবস্থাপক মো. রাশেদুল হক, রাজারহাট শাখা ব্যবস্থাপক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় কর্মীগণ। প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ৫ কেজি আলু, ২ টি সাবান, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২টি মাস্ক প্রদান করা হয়। রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাবিব জানান, সারাদেশে ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে ৫০ হাজার কর্মহীন অসহায় পরিবারকে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হবে।

বৃহস্পতিবার রাজারহাট উপজেলার ৬ টি স্পর্টে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।