রাজারহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ

রাজারহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ

মো: এনামুল হক:
করোনা পরিস্থিতিতে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ১২৫ টি স্কুলে (১টি মাদ্রাসাসহ)স্কুল ফিডিং কর্মসূচি’ এর আওতায় ৫,৫০,১৭০ প্যাকেট পুষ্টিসমৃদ্ধ বিস্কুট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়,এ বিস্কুট পাবে উপজেলার প্রাথমিক স্তরের ১৮৩৩৯ জন শিক্ষার্থী। উপজেলার প্রতি শিক্ষার্থী গড়ে ৩০ প্যাকেট (মজুদ সাপেক্ষে কমবেশি হতে পারে) করে বিস্কুট পাবে। এগুলো বিস্কুট বিতরণ ০৯মে থেকে ১৫ মে ২০২০ এর মধ্যে করা হবে ।
করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । এ অবস্থায় সরকারের দেওয়া স্কুল ফিডিংয়ের বিস্কুট পাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সেজন্য উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ করা হচ্ছে।