রাজারহাটে দিনোবাজার মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ত্রাণ বিতরণ

রাজারহাটে দিনোবাজার মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ত্রাণ বিতরণ

এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য….” এরই ধারাবাহিকতায় এলাকার কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, শিক্ষিত ছেলে, যুবকেরা মিলে বর্তমান করোনার সংকটকালিন মোকাবেলার জন্য তারা নিজেই এবং এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবের সহযোগীতায় ফান্ড ক্রিয়েট করে দিনোবাজার মানবিক উন্নয়ন ফাউন্ডেশন তৈরি করেন।

১২মে মঙ্গরবার সকাল ১০:০০টায় কুড়িগ্রামের রাজারহাটের ঠাটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব মেনে ১৫০ জন অসহায় ব্যক্তিদের মাঝে এই ত্রাণ বিতরন করা হয়।

প্রতিটি প্যাকেটে ছিলো ৭কেজি চাউল, আধা লিটার তেল, ১ কেজি আলু ও মিষ্টি কুমড়া। ফাউন্ডেশনের সভাপতি পবিত্র কুমার রায় লিটনের সভাপতিত্বে এবং নিখিল কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঠাটমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু রায়, চাকিরপশার ইউপি সদস্য মোসলেম উদ্দিন মন্ডল, রাজারহাট ইউপি সদস্য বিপ্লব আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম, অজয় সরকার, আঃ জব্বার, সৌরভ, এটম, হরে কৃষ্ণ, মমিন, বিষ্ণু, রউফ, শাকিব, আয়নাল, সজীব, রোকন প্রমূখ।