রাজারহাটে কৃষক মাঠ দিবস পালিত

রাজারহাটে কৃষক মাঠ দিবস পালিত

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাটে কৃষক পর্যায় উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক (প্রদর্শনী) এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠান পালিত হয়।

৩০ মে শনিবার সকাল ১০ টায় উপজেলার মেকুরটারী ব্লকের দুধখাওয়া গ্রামের আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডলের বাড়ীতে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দিলদার হোসেনের সঞ্চালনায় ও এসএমই কৃষক মোহাম্মদ আলী মন্ডল (এটম) এর সভাপতিত্বে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান।

বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কুড়িগ্রাম মোঃ শামসুদ্দিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রাজারহাট মোঃ কামরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মতিলাল ঈশোর, প্রদীপ ডাকুয়া প্রমূখ।

এসএমই কৃষক মোহাম্মদ আলী মন্ডল (এটম) জানান, এ বছর তিনি ১৫ নভেম্বরের আগে এক একর জমিতে বারি রসূন-২ লাগিয়ে ৩৬০০ কেজি অর্থাৎ ৯০ মণ রসূন পেয়েছেন। বিক্রয়ের পরে বীজ হিসাবে ১০০০ কেজি রসূন সংরক্ষণ করেছেন।