রাজারহাটে তিস্তা নদীর পানি বাড়ছে; ঝুঁকিতে বাজার সহ শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ

রাজারহাটে তিস্তা নদীর পানি বাড়ছে; ঝুঁকিতে বাজার সহ শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ

মো: এনামুল হক:
রাজারহাটে কয়েকদিনের টানা ভারী বর্ষনে এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ।পানি বেড়ে যাওয়ায় উপজেলার বিদ্যানন্দ ইউপির ২টি গ্রামের কয়েকটি বসত বাড়ি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। নিমজ্জিত হয়েছে পাট, ভুট্রা, সবজি ক্ষেত ও বীজতলা। ঝুঁকিতে রয়েছে এলাকার কালিরহাট বাজার, বসতবাড়ি, ফসলি জমি, দোকানপাঠ সহ শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভাঙ্গনকবলিত এলাকা ঘুরে দেখা যায়, পানি বৃদ্ধি পাওয়ায় চতুরা ও কালিরহাট এলাকায় তিস্তা নদীর পানির প্রবল স্রোতে নদীর ভাঙন বেড়ে নদীর পাড় ভেঙ্গে যাচ্ছে।নদীর পাড় ঘেসে ওঠা বসতবাড়ি-ঘরবাড়ি নিজেরাই ভেঙ্গে অন্যএ সরিয়ে নিয়ে যাচ্ছে। অনেক ঘরবাড়ি চরম ঝুঁকিতে রয়েছে । তাদের ঘর বাড়ি যে কোন সময় নদী গর্ভে বিলিন হতে পারে বলে তারা আতংকে রয়েছে।
জানা যায়, দীর্ঘদিন থেকে এ এলাকায় অসংখ্য পরিবার নদীর পাড়ে বসবাস করে আসছে । ঐ এলাকাটি নদী ভাঙ্গনের ফলে যে কোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপে ভাঙ্গন প্রতিরোধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বর্তমানে ভাঙ্গন আতংকে নদীর তীরবর্তী মানুষজনের নির্ঘুম রাত কাটছে।