কুড়িগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই পলাতক আসামী সিআইডির হাতে গ্রেফতার

কুড়িগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই পলাতক আসামী সিআইডির হাতে  গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সোমবার( ৬ জুলাই) কুড়িগ্রাম সিআইডি দল চাঞ্চল্যকর সিদ্দিকুর হত্যা মামলার পলাতক দুই প্রধান আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করেছে।

সিআইডি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি দলের ইন্সপেক্টর মনোরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই ফারুক, এসআই খাদেমুল, এএসআই মঞ্জুরুল হক গত রবিবার(৫ জুলাই) বিকালে কুড়িগ্রাম সদরের দাসের হাট এলাকা থেকে চাঞ্চল্যকর সিদ্দিকুর হত্যা মামলার প্রধান আসামী আইনুল হক ওরফে আনোয়ার(৪০) এবং আমানুল হক(২৭) কে গ্রেফতার করে কুড়িগ্রাম সিআইডি অফিসে নিয়ে আসে।

আটককৃত আসামীদ্বয় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোড়াই অর্জুনডারা মুন্সাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

উল্লেখ্য গত ২৮ মে উলিপুর উপজেলার গোড়াই অর্জুনডারা মুন্সিপাড়া গ্রামে গরুর বাছুর ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষরা কাচুয়া মামুদের পুত্র সিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় ২৯মে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ৩১।